বর্তমানে পৌরসভাগুলি নগরায়নের কেন্দ্রবিন্দু। জনগণের অংশগ্রহণে সর্বতোভাবে নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয়েছে পৌরসভা। টাঙ্গাইল পৌরসভা দেশের প্রাচীন পৌরসভার একটি। ১৮৮৭ সালের ১ জুলাই এই পৌরসভাটি প্রতিষ্ঠা লাভের পর অনেক সুকঠিন পথকে পাড়ি দিয়ে আজকের এ অবস্থানে এসে দাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯৮৫ খ্রীঃ টাঙ্গাইল পৌরসভা ‘গ’ থেকে ‘খ’ এবং ১৯৮৯ খ্রীঃ ‘খ’ থেকে ‘ক’ শ্রেণীতে উন্নতি লাভ করে। ৯০ দশকে এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প এবং মাঝারী শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বেশ কিছু রাস্তা, ড্রেন, ব্রীজ/ কালভার্ট, মার্কেট, বাসটার্মিনাল সহ অবকাঠামোগত উন্নয়ন ও পানি সরবরাহ উন্নয়ন সাধিত হয়। নতুন শতাব্দিতে বর্তমান পরিষদ কর্তৃক কিছু ব্যতিক্রমী কর্মকান্ড গৃহীত হয় যা শহরের যানজট নিরসন, মশক নিধন ইত্যাদি ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে সমর্থ হয়েছে।
টাঙ্গাইল পৌরসভা হতে প্রদেয়
সেবাসমূহ
ক্রমিক | প্রদেয় সেবা | সেবা প্রদানের পদ্ধতি |
১ | রাস্তার বাতি | কোন এলাকায়/বৈদ্যুতিক খুঁটিতে বাল্ব এর প্রয়োজনে পৌরসভা অফিসে এসে উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এর নিকট অভিযোগ/ চাহিদা সংক্রামত্ম রেজিষ্টারী বহিতে লিপিবদ্ধ করতে হবে। এ ছাড়াও টেলিফোনের মাধ্যমেও চাহিদা/ অভিযোগ গ্রহণ করা হয়।
|
২ | পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম | পরিস্কার পরিচ্ছন্নতা সংক্রামত্ম কোন কাজের জন্য নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে কিংবা প্রয়োজনে লিখিতভাবে আবেদন করতে হবে।
|
৩ | জন্ম/মৃত্যু নিবন্ধন | পৌরসভার সেনেটারী ইনসপেক্টর এর অফিসে এসে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সাথে জন্ম/ মৃত্যুর তারিখের সত্যতা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য/ কাগজ পত্র জমা দিতে হবে। |
৪ | নাগরিকত্বসহ বিভিন্ন সনদপত্র বিতরন | পৌরসভা কার্যালয়ে এসে সার্টিফিকেট/ সনদ বিতরণ শাখা থেকে ফরম সংগ্রহ করে পূরণ করত: মেয়রের স্বাক্ষর গ্রহণ করতে হবে।
|
৫ | বিভিন্ন সার্টিফাইড কপি বিতরণ এবং হোল্ডিং এর নাম পরিবর্তন ও হোল্ডিং নম্বর গ্রহণ। | সাদা কাগজে আবেদন করতে হবে। হোল্ডিং এর মালিকানা স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে। পৌরসভার এসেসরের অফিস কক্ষ থেকে এ সংক্রামত বিষয়াদি সম্পন্ন করা হয়। |
৬ | ওয়ারিশান সনদ প্রাপ্তি | সেনেটারী ইনসপেক্টর এর অফিস থেকে সনদ গ্রহণ করতে হবে। |
৭ | ঘর বাড়ী নির্মানের প্ল্যান অনুমোদন | যে কোন কাঁচা কিংবা ৩ (তিন) তলা পর্যমত পাকা ইমারত নির্মানের ক্ষেত্রে ৪ কপি প্ল্যান এবং সয়েল টেষ্ট রিপোর্ট এবং জমির প্রয়োজনীয় কাগজপত্রের কপিসহ প্রকৌশল শাখায় এসে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
৮ | গ্যাস/পানি সংযোগের জন্য অনুমতি পত্র | প্রকৌশল শাখায় যোগাযোগ করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
৯ | ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স প্রদান | লাইসেন্স শাখায় যোগাযোগ করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। |
১০ | পানি সরবরাহ | পানি সরবরাহ শাখার দায়িত্বে নিয়োজিত সহকারী প্রকৌশলীর সাথে যোগাযোগ করতে হবে। |
১১ | রাস্তাঘাট/ড্রেন নির্মান/সংস্কার | পৌর স্থানীয় কাউন্সিলর /প্রকৌশলীর সাথে যোগাযোগ করতে হবে।
|
১২ | আইন উপদেষ্টা | পৌরসভা এলাকার বিভিন্ন বিষয়ের উপর সালিশি সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে বর্তমানে ৩ জন আইন উপদেষ্টা দ্বারা আইনী সহায়তা প্রদান করা হচ্ছে। |
টাঙ্গাইল পৌরসভা
সিটিজেন চার্টার
অভ্যর্থনা ও পরামর্শ কেন্দ্র
পৌর নাগরিকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে টাঙ্গাইল পৌর ভবনের প্রবেশমুখে একটি অভ্যর্থনা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
অভ্যর্থনাকেন্দ্রর প্রদেয় সেবাসমূহ
আগন্তকদের আগমনের উদ্দেশ্য, কারন নির্নয় ও লিপিবদ্ধ করন।
আগন্তকদের সঠিক দিক নির্দেশনা প্রদান।
সনদপত্রঃ-
বিবরন | ধার্যফি | দায়িত্ব |
-নাগরিকত্ব সনদ | ৫.০০ টাকা | অভ্যর্থনা কেন্দ্র সংলগ্ন কাউন্টার |
-পূনঃবিবাহ সংক্রান্ত সনদ | ৫.০০ টাকা | অভ্যর্থনা কেন্দ্র সংলগ্ন কাউন্টার |
-নাগরিকত্ব সনদ(ইংরেজি) | ৫.০০ টাকা | অভ্যর্থনা কেন্দ্র সংলগ্ন কাউন্টার |
-জন্মসনদ (বাংলা) | ৫০.০০ টাকা | স্যানিটারী ইন্সপেক্টর (কক্ষ নং-১১২) |
-জন্মসনদ (ইংরেজী) | ১০০.০০ টাকা | স্যানিটারী ইন্সপেক্টও (কক্ষ নং-১১২) |
-মৃত্য সনদ | ২০০.০০ টাকা | স্যানিটারী ইন্সপেক্টও (কক্ষ নং-১১২) |
-ওয়ারিশ সনদ | ২০০.০০ টাকা | স্যানিটারী ইন্সপেক্টও (কক্ষ নং-১১২) |
চিঠি পত্রাদি ও বিভিন্ন আবেদন পত্র গ্রহণ।
অফিস সহকারি (কক্ষ নং ২১১)
ঘর- বাড়ির নকসা (প্ল্যান) অনুমোদন
আবেদনপত্র সংগ্রহ ও জমা:
নকসাকার (কক্ষ নং-১০৮)।
,ধার্যকৃত ফিসঃ
নির্মন কাজের প্রকৃতি,ধরন এবং আয়াতন অনুযায়ী নির্ধারিত হারে (নগদ জমা রশিদ মাধ্যমে)
,নকসা অনুমোদনের জন্য আবেদন পত্রের সাথে সংযুক্তিঃ
-প্রস্তাবিত নির্মন কাজের রিশদ বিবরন সম্বলিত ৪ (চার)
কপি নকসা (আইনানুযায়ী)।
-জমির স্বত্বাধিকার প্রমান স্বরুপ রেজিষ্ট্রকৃত দলিল, ডিসি আর, পরছা এবং দাখিলার কপি।
-হালনাগাদ পৌরকর পরিশোধের রশিদের ফটোকপি।
,নকসা (প্ল্যান) অনুমোদনের সময়কালঃ
অনুমোদনের সময়কাল ০৭দিন (প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে) প্ল্যান সংক্রান্ত তথ্যাদি জানার জন্য নগর পরিকল্পনাবিদ (কক্ষ নং-১০৭)।
5জমির পরিমাপের জন্য সার্ভেয়ার প্রাপ্তি
সাদা কাগজে মেয়র বরাবর লিখিত আবেদনপত্র । পরিমাপ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য পরিমাপ (কক্ষ নং-১০৯)।
,আবেদনের সাথে সংযুক্তি:
হালনাগাদ পৌরকর, পানির বিল পরিশোধের রশিদের ফটোকপি।
ধার্যকৃত ফিস:
প্রতিবার পরিমাপের জন্য ১০০০/- (এক হাজার) টাকা।
ক্যাশিয়ারের নিকট রশিদ মাধ্যমে নগদ প্রদান (কক্ষ নং-২১৮)।
,সার্ভেয়ার নিয়োগের সময়কাল:
০৭ (সাত) দিন।
5ট্রেড লাইসেন্স প্রাপ্তি
আবেদন পত্র সংগ্রহ ও জমা- লাইসেন্স পরিদর্শক (কক্ষ নং-১০৪)। আবেদন ফরমের মূল্য ১০/-(দশ) টাকা।
,আবেদন পত্রের সাথে সংযুক্তি:
-দোকার ভাড়ার রশিদ/দলিলের ফটোকপি।
-পৌরসভার দোকানের ক্ষেত্রে হালনাগাদ ভাড়ার রশিদের ফটোকপি ।
- ব্যবসা প্রতিষ্ঠানের হালনাগাদ পৌরকর পরিশোধের রশিদের ফটোকপি।
,ধার্যকৃত ফিস :
ব্যবসার প্রকৃতি, ধরন অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত হারে।
,লাইসেন্স সরবরাহ:
আবেদনপত্র দাখিলের ০২ দিনের মধ্যে।
5অযান্ত্রিক যানবাহনের (রিকসা/ভ্যান) লাইসেন্স
আবেদন পত্র সংগ্রহ ও জমা লাইসেন্স পরিদর্শক (কক্ষ নং-১০৪)। আবেদন ফরমের মূল্য ১০/-(দশ) টাকা।
,আবেদনপত্রের সাথে সংযুক্তি:
রিকসা/ভ্যান ক্রয়ের রশিদ/দলিলের ফটোকপি।
,ধার্যকৃত ফিস :
নতুন- ৫৩৫/০০ টাকা
নবায়ন-৭০/০০ টাকা
লাইসেন্স বহি পরিবর্তনে অতিরিক্ত ১৫/০০ টাকা।
,লাইসেন্স সরবরাহ:
আবেদনপত্র দাখিলের ০১ দিনের মধ্যে।
5অযান্ত্রিক যানবাহনের (রিকসা/ভ্যান) চালক লাইসেন্স
আবেদনপত্র সংগ্রহ ও জমা-লাইসেন্স পরিদর্শক (কক্ষ নং-১০৪) আবেদন ফরমের মূল্য ১০/০০ টাকা।
,আবেদনপত্রের সাথে সংযুক্তি:
-সংশ্লিষ্ট পৌরসভা /ইউনিয়ন পরিষদের মেয়র/চেয়ারম্যান এর নিকট থেকে নাগরিকত্ব ও চারিত্রিক সনদ।
- পাসপোর্ট সাইজ ছবি-২টি
-শাররীক সক্ষমতা সংক্রান্ত ডাক্তারের সনদ।
,ধার্যকৃত ফিস
নতুন-৩৫/০০ টাকা
নবায়ন-২৫/০০ টাকা
লাইসেন্স বহি পরিবর্তনে অতিরিক্ত ১০/০০ টাকা।
5পৌরকর নির্ধারন ও হোল্ডিং নম্বর প্রদান
সাদা কাগজে মেয়র বরাবর আবেদন পত্র দাখিল- কর বির্ধারক (কক্ষ নং-১১৬)।
,আবেদনপত্রের সাথে সংযুক্তি:
-জমির দলিল, ডিসিআর,পছরা ও দাখিলার ফটোকপি।
-অনুমোদিত প্ল্যানের ফটোকপি।
,হোল্ডিং নম্বর প্রদান:
আবেদন পত্র দাখিলের ০৭ দিনের মধ্যে।
5হোল্ডিং এর নাম পরিবর্তর
সাদা কাগজে মেয়র বরাবর আবেদনপত্র দাখিল-করনির্ধারক (কক্ষ নং-১১৬)
,আবেদনপত্রের সাথে সংযুক্তি:
দলিল, ডিসিআর,পছরা ও দাখিলার ফটোকপি।
,ধার্যকৃত ফিস:
৫০০/০০(পাঁচশত) টাকা রশিদ মাধ্যমে নগদ প্রদান- কর নির্ধারক (কক্ষ নং-১১৬)।
,নাম পরিবর্তনের সময়কাল:
১৫ (পনের) দিন।
পৌরকর এর বিল বিতরণ ও পৌরকর সংক্রান্ত
তথ্য কর আদায়কারী (কক্ষ নং-১২৫)।
পানির সংযোগ অনুমোদন।
- আবেদনপত্র সংগ্রহ ও জমা-কার্য সহকারী (পা/স) কক্ষ নং-১০৩। আবেদন ফরমের মূল্য-২০/০০ টাকা।
- পানি সংযোগ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি-সহকারি প্রকৌশলী (পা/স) কক্ষ নং-২০৭।
,ধার্যকৃত ফিস:
সংযোগের ধরন অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত ফিস নির্ধারিত ব্যাংকের মাধ্যমে পরিশোধযোগ্য।
,আবেদনপত্রের সাথে সংযুক্তি:
হালনাগাদ পৌরকর পরিশোধের রশিদের ফটোকপি।
,অনুমোদন ও সংযোগ প্রদানে,
১৫ (পনের) দিন
গ্যাস সংযোগ/পানি সংযোগ জন্য রাস্তা/ ড্রেন
কাটার অনুমতি
আবেদনপত্র সংগ্রহ ও দাখিলু উপ-সহকারি প্রকৌশলী (বিদ্যুত) কক্ষ নং-১০৫। আবেদন ফরমের মূল্য ২০/০০ টাকা।
,ধার্যকৃত ফিস:
রাস্তা/ড্রেন কর্তনের ক্ষতিপূরন ফিস কর্তনের ধরন, প্রকৃতি এবং পরিমানের উপর নির্ভশীল। নির্ধারিত ফিস রশিদ মাধ্যমে ক্যাশিয়ারের নিকট নগদ প্রদান (কক্ষ নং-২১৮)
ভূমি ব্যবহারের অনাপত্তি সনদপত্র
সাদা কাগজে আবেদনপত্র জমা- নগর পরিকল্পনাবিদ (কক্ষ নং-১০৭)। ধার্যকৃত ফিস
পেমেন্ট সার্টিফিকেট
সাদা কাগজে মেয়র বরাবর আবেদনপত্র দাখিল হিসাবরক্ষক (কক্ষ নং-২১৬)। সার্টিফিকেট প্রদান আবেদনপত্র দাখিলের ০১ দিনের মধ্যে।
বিভিন্ন প্রকার সার্টিফাইড কপি
2অনুমোদিত প্ল্যানের সার্টিফাইড কপি:
সাদা কাগজে মেয়র বরাবর লিখিত আবেদন জমা নগর পরিকল্পনাবিদ (কক্ষ নং ১০৭)। ধার্যকৃত ফিস ১০০/- টাকা,প্রতিকপি রশিদের মাধ্যমে নগদ প্রদান। সার্টিফাইড কপি প্রদানের সময়কাল ০৩ দিন(অনুমোদিত প্ল্যানের কপি দাখিল করলে)।
2এসেসমেন্ট এর সার্টিফাইড কপি:
সাদা কাগজে মেয়র বরাবর লিখিত আবেদন জমা কর নির্ধারক (কক্ষ নং ১০৬)। ধার্যকৃত ফিস ২৫/- টাকা,প্রতিকপি। রশিদের মাধ্যমে নগদ প্রদান। সার্টিফাইড কপি প্রদানের সময়কাল ০২ দিন।
পৌর মার্কেটের দোকানের পজেশনারের নাম পরিবর্তন
সাদা কাগজে মেয়র বরাবর লিখিত আবেদন পত্র জমা-সহকারী এসেসর (কক্ষ নং-১১৫)।
,আবেদনপত্রের সাথে সংযুক্তি:
- দোকান বরাদ্দের বরাদ্দপত্র/চুক্তিপত্রের ফটোকপি।
- হালনাগাদ দোকান ভাড়া পরিশোধের রশিদের ফটোকপি।
,ধার্যকৃত ফিস:
দোকানের অবস্থান/মাসিক ভাড়া/আয়াতন/ধরন অনুযায়ী নির্ধারিত হরে।
,নাম পরিবর্তন:
প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে আবেদন দাখিলের ১৫ দিনের মধ্যে।
পারিবারিক আদালত
সাদা কাগজে মেয়র বরাবর লিখিত আবেদন পত্র জমা-(কক্ষ নং-১০৯)
ধার্যকৃত ফিস:
৫০০/- (পাঁচশত) টাকা রশিদ মাধ্যমে নগদ জমা ক্যাশিয়ার (কক্ষ নং-২১৮)।
,আবেদন নিস্পত্তি:
উভয় পক্ষকে অতিসত্বর নোটিশ মাধ্যমে পৌরসভা কার্যালয়ে উপস্থিত করে দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর; পৌরসভার আইন উপদেষ্টা প্যানেল এর উপস্থিতিতে শুনানীর মাধ্যমে নিস্পত্তি।
টোল রেট
ক্রেতা/বিক্রেতাদের অবহিতকরনের লক্ষ্যে ইজারা গ্রহনকারী কর্তৃক পৌরসভার রেট অনুযায়ী পৌর এলাকার সকল হাট/বাজারের প্রকাশ্য স্থানে টোলরেট চার্ট টাঙ্গিয়ে দেয়ার ফলে ক্রেতা বিক্রেতাগন নিদ্দিষ্ট হারে টোল প্রদান করতে পারছেন।
বিলবোর্ড/সাইনবোর্ড/ হোর্ডিং স্থাপনে অনুমতি
সংশ্লিষ্ট লেটার হেড প্যাড মেয়র বরাবর আবেদন পত্র জমা- কর আদায়কারী (কক্ষ নং-১২৫)।
,ধার্যকৃত ফিস:
বোর্ডের ধরন,সাইজ এবং স্থাপনের স্থান ভেদ সরকার কর্তৃক নির্ধারিত হারে।
,আবেদনপত্রের সাথে সংযুক্তি:
বোর্ডের ধরন, সাইজ, সময়কাল উল্লেখ পূর্বক স্থাপনের লোকেশন ম্যাপ।
,অনুমোদনের সময়কাল:
আবেদনপত্র দাখিলের ০৩ দিনের মধ্যে।
সাহিদুর রহমান খান মুক্তি
মেয়র
টাঙ্গাইল পৌরসভা।
টাঙ্গাইল পৌরসভা কার্যালয়
টাঙ্গাইল।
প্রস্তাবিত প্রকল্পসমূহঃ
(ক) টাঙ্গাইল নিরালা মোড়ে মুক্তিযোদ্ধা স্কয়ার নির্মাণ।
(খ) জেলা সদরে শিশুপার্ক নির্মাণ।
(গ) টাঙ্গাইল পুরাতন বাসষ্ট্যান্ডে অত্যাধুনিক বহুতল মার্কেট, এপার্টমেন্ট নির্মাণ।
(ঘ) পৌর উদ্যান উন্নয়ন।
(ঙ) ষ্ট্যান্ড রোডে বহুতল বিশিষ্ট কমিউনিটি সেন্টার, ডরমেটরী এবং এপার্টমেন্ট নির্মাণ।
(চ) সাবালিয়া নিউ মার্কেটে কমিউনিটি সেন্টার,এপার্টমেন্ট নির্মাণ।
নিরালা মোড় হতে উত্তর দিকে জেলা সদর রোড বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়, এর সামনে এবং সোনালী ব্যাংক প্রধান শাখার দক্ষিণে টাঙ্গাইল পৌরসভার আধুনিক ভবনটি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস