ভৌগলিকভাবে টাঙ্গাইল সদর অবস্থান প্রায় ২৪.৯০’ ও ২৪.১৮’ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৫৮’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। টাংগাইল জেলা সদরের পূর্ব- দক্ষিণে বাসাইলের দূরত্ব ১৯ কিলোমিটার। বাসাইল উপজেলার পূর্ব সীমান্তে সখিপুর উপজেলা চিহ্নিত করে অদ্ভুত বক্রগমনে বংশী নদী প্রবহমান। দক্ষিণে মির্জাপুর ও দেলদুয়ার উপজেলা, পশ্চিমে জেলা সদর টাংগাইল ও উত্তরে কালিহাতী উপজেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস