সিটিজেন চার্টার
ক্রঃনং |
সেবার নাম/কাজের বিবরন |
সেবা প্রদানের প্রদ্ধতি |
যারা সেবা পাবেন |
সেবা প্রার্থীর দায়িত্ব |
সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় সময়সীমা |
সেবা না পেলে প্রতিকার/অভিযোগ দায়ের |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
০১ |
হাট-বাজার ইজারা প্রদান |
দরপত্র বিজ্ঞপ্তি, সিডিউল ও প্রয়োজনীয় কাগজপত্র |
ইজারাদার ও সাধারন জনগন |
নিয়মানুসারে টোল আদায় এবং প্রদান |
এক বাংলা সন |
জেলা প্রশাসক |
০২ |
একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এডিপি’র আওতায় প্রকল্প প্রণয়ন, টিআর/কাবিখা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন/সংস্কার প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও তদারকী করণ |
ইউনিয়ন পরিষদ/ ঠিকাদার/প্রকল্প কমিটির মাধ্যমে বাসত্মবায়ন |
প্রকল্পভূক্ত জনসাধারন |
প্রকল্প বাস্তবায়নে সহযোগীতা করা |
এক অর্থ বছর |
উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক |
০৩ |
প্রাকৃতিক দুর্যোগকালে দুর্গত মানুষকে উদ্ধার, তাদের সেবা প্রদান, খাদ্য ও রিলিফ সামগ্রী সংগ্রহ ও বিতরণ এবং দুর্গত মানুষের পুনর্বাসন কার্যক্রম। |
উপজেলা পর্যায়ের কর্মকর্তা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, স্কাউটস ও সেচ্ছাসেবকদের সংশিষ্ট করে কার্যক্রম বাস্তবায়ন |
দুর্গত/ক্ষতিগ্রস্থ জনগণ |
সংশিষ্ট কাজে সহযোগীতা করা |
তাৎক্ষনিকভাবে সেবা প্রদান শুরু করা |
জেলা প্রশাসক/জেলা ক্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা |
০৪ |
অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের ক্ষেত্রে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন। |
বিল প্রস্ত্তত করে হিসাবরক্ষণ অফিসে দাখিল |
অধীনস্থ কর্মকর্তা/কর্মচারী |
সময়মত এবং নির্ধারিত পদ্ধতিতে বিল দাখিল |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষ ৩ দিন |
জেলা প্রশাসক |
০৫ |
শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিয়মিত পরিদর্শন করা |
সরেজমিনে পরিদর্শন |
ছাত্র/ছাত্রীর অভিভাবক |
নিয়মিত ছাত্র/ছাত্রীদের উপস্থিতি |
-- |
জেলা প্রশাসক |
০৬ |
উপজেলা রাজস্ব ও বাজেট সম্পৃক্ত কার্যক্রমের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রন। |
বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে উপজেলা প্রকৌশলী/ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যাক্তি |
প্রকক্তবূক্ত জনগণ |
প্রকল্প বাস্তবায়নে সহযোগীতা করা প্রয়োজন |
প্রকল্প প্রস্ত্ততির ১৫ দিন |
স্থানীয় সরকার বিভাগ |
০৭ |
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সহায়তায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করা |
২নং কলামে উলেস্নখিত ব্যক্তিবর্গের সহযোগীতায় আইন-শৃঙ্খলা রক্ষা করা। |
এলাকার শান্তিপ্রিয় জনগণ |
সাক্ষ্য প্রমাণ দিয়ে সহযোগীতা করা |
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগীতা করা |
পুলিশ সুপার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট |
০৮ |
মোবাইল কোর্ট পরিচালনার করা |
মোবাইল কোর্টের মাধ্যমে |
এলাকাবাসী |
সহযোগিতা করা |
-- |
বিজ্ঞ দায়রা জজ |
০৯ |
জাতীয় সংসদ, ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন |
নির্বাচন সংক্রান্ত আইন ও নীতিমালা বর্ণিত পদ্ধতি |
প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট জনগণ |
সরকারি বিধি/নিষেধ প্রতিপালন |
নির্বাচন কমিশন/সরকার কর্তৃক নির্ধারিত সময় |
নির্বাচন কমিশন/রিটানিং অফিসার |
১০ |
বোর্ড/বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের কেন্দ্রের শান্তি-শৃঙ্ঘলা বজায় রাখা। |
নিরাপত্তা হেফাজত হতে প্রশ্ন পত্র ও অন্যান্য কাগজপত্র কেন্দ্রে পৌছানো এবং শান্তিপূর্ন ভাবে পরীক্ষা গ্রহণ। |
ছাত্র/ছাত্রী, শিক্ষক এবং অভিভাবক |
কর্তৃপক্ষকে সহযোগীতা করা |
বোর্ড/বিশ্ববিদ্যালয় কর্তৃক নিদিষ্ট সময় |
সংশ্লিষ্ট বোর্ড/বিশ্ববিদ্যালয় |
১১ |
১৯১৩ সনের সরকারি পাওনা আদায় আইনের অধীনে সার্টিফিকেট মামলা পরিচালনা |
রিকুইজিশন প্রদানকারী সংস্থার মাধ্যমে মামলা দায়েরকরণ |
মামলা দায়েরকারী সংস্থা/কর্তৃপক্ষ |
প্রয়োজনীয় তথ্য প্রদান এবং নির্ধারিত তারিখে উপস্থিতি |
সরকারী পাওনা আদায় না হওয়া পর্যন্ত |
কালেক্টর |
১২ |
ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন |
সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে |
ইউনিয়ন পরিষদ এবং এলাকাবাসী |
সরকারী বিধি বিধান মেনে চলা |
প্রকল্পের জন্য নির্ধারিত সময় |
জেলা প্রশাসক/স্থানীয় সরকার বিভাগ |
১৩ |
উপজেলা সেচ কমিটি, কৃষি ঋন কমিটি এবং টেন্ডার কমিটিসহ অন্যান্য কমিটির সভাপতি হিসেবে ন্যাস্ত দায়িত্ব পালন করা |
উপ-সহকারী প্রকৌশলী(সেচ), বিএডিসি/ম্যানেজার, কৃষি ব্যাক/উপজেলা প্রকৌশলী/উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে কার্য সম্পাদন |
প্রকল্প/কর্মসূচীভূক্ত জনগন |
সরকারী নীতিমালা অনুসরন করা |
নীতিমালায় বর্ণিত সময়সীমা |
জেলা প্রশাসক |
১৪ |
ভূমি ব্যবস্থাপনা/রাজস্ব আদায় সংক্রান্ত কার্যক্রম |
সহকারী কমিশনার(ভূমি), ইউনিয়ন ভূমি সরকারী কর্মকর্তা ও তাঁর অধীনস্থ কর্মচারীদের মাধ্যমে |
সংশ্লিষ্ট ভূমির মালিক |
চাহিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ |
রিপোর্ট রিটার্ন প্রদানের ক্ষেত্রে নির্ধারিত সময় এবং ভূমি উন্নয়ন করা আদায়ের ক্ষেত্রে ১ অর্থ বছর |
কালেক্টর |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS