টাঙ্গাইল পৌরসভা
সিটিজেন চার্টার
অভ্যর্থনা ও পরামর্শ কেন্দ্র
পৌর নাগরিকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে টাঙ্গাইল পৌর ভবনের প্রবেশমুখে একটি অভ্যর্থনা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
অভ্যর্থনাকেন্দ্রর প্রদেয় সেবাসমূহ
আগন্তকদের আগমনের উদ্দেশ্য, কারন নির্নয় ও লিপিবদ্ধ করন।
আগন্তকদের সঠিক দিক নির্দেশনা প্রদান।
সনদপত্রঃ-
বিবরন | ধার্যফি | দায়িত্ব |
-নাগরিকত্ব সনদ | ৫.০০ টাকা | অভ্যর্থনা কেন্দ্র সংলগ্ন কাউন্টার |
-পূনঃবিবাহ সংক্রান্ত সনদ | ৫.০০ টাকা | অভ্যর্থনা কেন্দ্র সংলগ্ন কাউন্টার |
-নাগরিকত্ব সনদ(ইংরেজি) | ৫.০০ টাকা | অভ্যর্থনা কেন্দ্র সংলগ্ন কাউন্টার |
-জন্মসনদ (বাংলা) | ৫০.০০ টাকা | স্যানিটারী ইন্সপেক্টর (কক্ষ নং-১১২) |
-জন্মসনদ (ইংরেজী) | ১০০.০০ টাকা | স্যানিটারী ইন্সপেক্টও (কক্ষ নং-১১২) |
-মৃত্য সনদ | ২০০.০০ টাকা | স্যানিটারী ইন্সপেক্টও (কক্ষ নং-১১২) |
-ওয়ারিশ সনদ | ২০০.০০ টাকা | স্যানিটারী ইন্সপেক্টও (কক্ষ নং-১১২) |
চিঠি পত্রাদি ও বিভিন্ন আবেদন পত্র গ্রহণ।
অফিস সহকারি (কক্ষ নং ২১১)
ঘর- বাড়ির নকসা (প্ল্যান) অনুমোদন
আবেদনপত্র সংগ্রহ ও জমা:
নকসাকার (কক্ষ নং-১০৮)।
,ধার্যকৃত ফিসঃ
নির্মন কাজের প্রকৃতি,ধরন এবং আয়াতন অনুযায়ী নির্ধারিত হারে (নগদ জমা রশিদ মাধ্যমে)
,নকসা অনুমোদনের জন্য আবেদন পত্রের সাথে সংযুক্তিঃ
-প্রস্তাবিত নির্মন কাজের রিশদ বিবরন সম্বলিত ৪ (চার)
কপি নকসা (আইনানুযায়ী)।
-জমির স্বত্বাধিকার প্রমান স্বরুপ রেজিষ্ট্রকৃত দলিল, ডিসি আর, পরছা এবং দাখিলার কপি।
-হালনাগাদ পৌরকর পরিশোধের রশিদের ফটোকপি।
,নকসা (প্ল্যান) অনুমোদনের সময়কালঃ
অনুমোদনের সময়কাল ০৭দিন (প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে) প্ল্যান সংক্রান্ত তথ্যাদি জানার জন্য নগর পরিকল্পনাবিদ (কক্ষ নং-১০৭)।
5জমির পরিমাপের জন্য সার্ভেয়ার প্রাপ্তি
সাদা কাগজে মেয়র বরাবর লিখিত আবেদনপত্র । পরিমাপ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য পরিমাপ (কক্ষ নং-১০৯)।
,আবেদনের সাথে সংযুক্তি:
হালনাগাদ পৌরকর, পানির বিল পরিশোধের রশিদের ফটোকপি।
ধার্যকৃত ফিস:
প্রতিবার পরিমাপের জন্য ১০০০/- (এক হাজার) টাকা।
ক্যাশিয়ারের নিকট রশিদ মাধ্যমে নগদ প্রদান (কক্ষ নং-২১৮)।
,সার্ভেয়ার নিয়োগের সময়কাল:
০৭ (সাত) দিন।
5ট্রেড লাইসেন্স প্রাপ্তি
আবেদন পত্র সংগ্রহ ও জমা- লাইসেন্স পরিদর্শক (কক্ষ নং-১০৪)। আবেদন ফরমের মূল্য ১০/-(দশ) টাকা।
,আবেদন পত্রের সাথে সংযুক্তি:
-দোকার ভাড়ার রশিদ/দলিলের ফটোকপি।
-পৌরসভার দোকানের ক্ষেত্রে হালনাগাদ ভাড়ার রশিদের ফটোকপি ।
- ব্যবসা প্রতিষ্ঠানের হালনাগাদ পৌরকর পরিশোধের রশিদের ফটোকপি।
,ধার্যকৃত ফিস :
ব্যবসার প্রকৃতি, ধরন অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত হারে।
,লাইসেন্স সরবরাহ:
আবেদনপত্র দাখিলের ০২ দিনের মধ্যে।
5অযান্ত্রিক যানবাহনের (রিকসা/ভ্যান) লাইসেন্স
আবেদন পত্র সংগ্রহ ও জমা লাইসেন্স পরিদর্শক (কক্ষ নং-১০৪)। আবেদন ফরমের মূল্য ১০/-(দশ) টাকা।
,আবেদনপত্রের সাথে সংযুক্তি:
রিকসা/ভ্যান ক্রয়ের রশিদ/দলিলের ফটোকপি।
,ধার্যকৃত ফিস :
নতুন- ৫৩৫/০০ টাকা
নবায়ন-৭০/০০ টাকা
লাইসেন্স বহি পরিবর্তনে অতিরিক্ত ১৫/০০ টাকা।
,লাইসেন্স সরবরাহ:
আবেদনপত্র দাখিলের ০১ দিনের মধ্যে।
5অযান্ত্রিক যানবাহনের (রিকসা/ভ্যান) চালক লাইসেন্স
আবেদনপত্র সংগ্রহ ও জমা-লাইসেন্স পরিদর্শক (কক্ষ নং-১০৪) আবেদন ফরমের মূল্য ১০/০০ টাকা।
,আবেদনপত্রের সাথে সংযুক্তি:
-সংশ্লিষ্ট পৌরসভা /ইউনিয়ন পরিষদের মেয়র/চেয়ারম্যান এর নিকট থেকে নাগরিকত্ব ও চারিত্রিক সনদ।
- পাসপোর্ট সাইজ ছবি-২টি
-শাররীক সক্ষমতা সংক্রান্ত ডাক্তারের সনদ।
,ধার্যকৃত ফিস
নতুন-৩৫/০০ টাকা
নবায়ন-২৫/০০ টাকা
লাইসেন্স বহি পরিবর্তনে অতিরিক্ত ১০/০০ টাকা।
5পৌরকর নির্ধারন ও হোল্ডিং নম্বর প্রদান
সাদা কাগজে মেয়র বরাবর আবেদন পত্র দাখিল- কর বির্ধারক (কক্ষ নং-১১৬)।
,আবেদনপত্রের সাথে সংযুক্তি:
-জমির দলিল, ডিসিআর,পছরা ও দাখিলার ফটোকপি।
-অনুমোদিত প্ল্যানের ফটোকপি।
,হোল্ডিং নম্বর প্রদান: আবেদন পত্র দাখিলের ০৭ দিনের মধ্যে।
5হোল্ডিং এর নাম পরিবর্তর
সাদা কাগজে মেয়র বরাবর আবেদনপত্র দাখিল-করনির্ধারক (কক্ষ নং-১১৬)
,আবেদনপত্রের সাথে সংযুক্তি: দলিল, ডিসিআর,পছরা ও দাখিলার ফটোকপি।
,ধার্যকৃত ফিস:৫০০/০০(পাঁচশত) টাকা রশিদ মাধ্যমে নগদ প্রদান- কর নির্ধারক (কক্ষ নং-১১৬)।
,নাম পরিবর্তনের সময়কাল: ১৫ (পনের) দিন।
পৌরকর এর বিল বিতরণ ও পৌরকর সংক্রান্ত
তথ্য কর আদায়কারী (কক্ষ নং-১২৫)।
পানির সংযোগ অনুমোদন।
- আবেদনপত্র সংগ্রহ ও জমা-কার্য সহকারী (পা/স) কক্ষ নং-১০৩। আবেদন ফরমের মূল্য-২০/০০ টাকা।
- পানি সংযোগ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি-সহকারি প্রকৌশলী (পা/স) কক্ষ নং-২০৭।
,ধার্যকৃত ফিস:
সংযোগের ধরন অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত ফিস নির্ধারিত ব্যাংকের মাধ্যমে পরিশোধযোগ্য।
,আবেদনপত্রের সাথে সংযুক্তি:
হালনাগাদ পৌরকর পরিশোধের রশিদের ফটোকপি।
,অনুমোদন ও সংযোগ প্রদানে,
১৫ (পনের) দিন
গ্যাস সংযোগ/পানি সংযোগ জন্য রাস্তা/ ড্রেন
কাটার অনুমতি
আবেদনপত্র সংগ্রহ ও দাখিলু উপ-সহকারি প্রকৌশলী (বিদ্যুত) কক্ষ নং-১০৫। আবেদন ফরমের মূল্য ২০/০০ টাকা।
,ধার্যকৃত ফিস:
রাস্তা/ড্রেন কর্তনের ক্ষতিপূরন ফিস কর্তনের ধরন, প্রকৃতি এবং পরিমানের উপর নির্ভশীল। নির্ধারিত ফিস রশিদ মাধ্যমে ক্যাশিয়ারের নিকট নগদ প্রদান (কক্ষ নং-২১৮)
ভূমি ব্যবহারের অনাপত্তি সনদপত্র
সাদা কাগজে আবেদনপত্র জমা- নগর পরিকল্পনাবিদ (কক্ষ নং-১০৭)। ধার্যকৃত ফিস
পেমেন্ট সার্টিফিকেট
সাদা কাগজে মেয়র বরাবর আবেদনপত্র দাখিল হিসাবরক্ষক (কক্ষ নং-২১৬)। সার্টিফিকেট প্রদান আবেদনপত্র দাখিলের ০১ দিনের মধ্যে।
বিভিন্ন প্রকার সার্টিফাইড কপি
2অনুমোদিত প্ল্যানের সার্টিফাইড কপি:
সাদা কাগজে মেয়র বরাবর লিখিত আবেদন জমা নগর পরিকল্পনাবিদ (কক্ষ নং ১০৭)। ধার্যকৃত ফিস ১০০/- টাকা,প্রতিকপি রশিদের মাধ্যমে নগদ প্রদান। সার্টিফাইড কপি প্রদানের সময়কাল ০৩ দিন(অনুমোদিত প্ল্যানের কপি দাখিল করলে)।
2এসেসমেন্ট এর সার্টিফাইড কপি:
সাদা কাগজে মেয়র বরাবর লিখিত আবেদন জমা কর নির্ধারক (কক্ষ নং ১০৬)। ধার্যকৃত ফিস ২৫/- টাকা,প্রতিকপি। রশিদের মাধ্যমে নগদ প্রদান। সার্টিফাইড কপি প্রদানের সময়কাল ০২ দিন।
পৌর মার্কেটের দোকানের পজেশনারের নাম পরিবর্তন
সাদা কাগজে মেয়র বরাবর লিখিত আবেদন পত্র জমা-সহকারী এসেসর (কক্ষ নং-১১৫)।
,আবেদনপত্রের সাথে সংযুক্তি:
- দোকান বরাদ্দের বরাদ্দপত্র/চুক্তিপত্রের ফটোকপি।
- হালনাগাদ দোকান ভাড়া পরিশোধের রশিদের ফটোকপি।
,ধার্যকৃত ফিস:
দোকানের অবস্থান/মাসিক ভাড়া/আয়াতন/ধরন অনুযায়ী নির্ধারিত হরে।
,নাম পরিবর্তন:
প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে আবেদন দাখিলের ১৫ দিনের মধ্যে।
পারিবারিক আদালত
সাদা কাগজে মেয়র বরাবর লিখিত আবেদন পত্র জমা-(কক্ষ নং-১০৯)
ধার্যকৃত ফিস:
৫০০/- (পাঁচশত) টাকা রশিদ মাধ্যমে নগদ জমা ক্যাশিয়ার (কক্ষ নং-২১৮)।
,আবেদন নিস্পত্তি:
উভয় পক্ষকে অতিসত্বর নোটিশ মাধ্যমে পৌরসভা কার্যালয়ে উপস্থিত করে দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর; পৌরসভার আইন উপদেষ্টা প্যানেল এর উপস্থিতিতে শুনানীর মাধ্যমে নিস্পত্তি।
টোল রেট
ক্রেতা/বিক্রেতাদের অবহিতকরনের লক্ষ্যে ইজারা গ্রহনকারী কর্তৃক পৌরসভার রেট অনুযায়ী পৌর এলাকার সকল হাট/বাজারের প্রকাশ্য স্থানে টোলরেট চার্ট টাঙ্গিয়ে দেয়ার ফলে ক্রেতা বিক্রেতাগন নিদ্দিষ্ট হারে টোল প্রদান করতে পারছেন।
বিলবোর্ড/সাইনবোর্ড/ হোর্ডিং স্থাপনে অনুমতি
সংশ্লিষ্ট লেটার হেড প্যাড মেয়র বরাবর আবেদন পত্র জমা- কর আদায়কারী (কক্ষ নং-১২৫)।
,ধার্যকৃত ফিস:
বোর্ডের ধরন,সাইজ এবং স্থাপনের স্থান ভেদ সরকার কর্তৃক নির্ধারিত হারে।
,আবেদনপত্রের সাথে সংযুক্তি:
বোর্ডের ধরন, সাইজ, সময়কাল উল্লেখ পূর্বক স্থাপনের লোকেশন ম্যাপ।
,অনুমোদনের সময়কাল:
আবেদনপত্র দাখিলের ০৩ দিনের মধ্যে।
সাহিদুর রহমান খান মুক্তি
মেয়র
টাঙ্গাইল পৌরসভা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS