Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
Baner-3
Details

মওলানা আব্দুল হামিদ খান ভাষানী ১৮৮০ সালে ১১ই ডিসেম্বর মাসে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম হাজী শরাফত আলী খান। বাল্যকালে তাঁর নাম ছিল চেগা (বঞ্চিত) মিয়া। তিনি মাত্র ৬ বৎসর বয়সে পিতৃহারা এবং ১১বৎসর বয়সে মাতৃহারা হন। ১৮৯৩ সালে শিক্ষার উদ্দেশ্যে গৃহত্যাগী হন। ১৮৯৭ সালে পীর সাহেব সৈয়দ নাসির উদ্দিন বোগদাদীর সাথে আসাম গমন করেন। এরপর শুরু হয়  তাঁর বিচিত্র রাজনৈতিক জীবন। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিমান জাতীয় রাজনৈতিক নেতা, মহান সংগঠক, জাতীয় মুক্তির আন্দোলক, ধর্মীয় নেতা, মজলুম জননেতা ও প্রতিবাদী কন্ঠস্বর।