বর্তমানে পৌরসভাগুলি নগরায়নের কেন্দ্রবিন্দু। জনগণের অংশগ্রহণে সর্বতোভাবে নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয়েছে পৌরসভা। টাঙ্গাইল পৌরসভা দেশের প্রাচীন পৌরসভার একটি। ১৮৮৭ সালের ১ জুলাই এই পৌরসভাটি প্রতিষ্ঠা লাভের পর অনেক সুকঠিন পথকে পাড়ি দিয়ে আজকের এ অবস্থানে এসে দাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯৮৫ খ্রীঃ টাঙ্গাইল পৌরসভা ‘গ’ থেকে ‘খ’ এবং ১৯৮৯ খ্রীঃ ‘খ’ থেকে ‘ক’ শ্রেণীতে উন্নতি লাভ করে। ৯০ দশকে এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প এবং মাঝারী শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বেশ কিছু রাস্তা, ড্রেন, ব্রীজ/ কালভার্ট, মার্কেট, বাসটার্মিনাল সহ অবকাঠামোগত উন্নয়ন ও পানি সরবরাহ উন্নয়ন সাধিত হয়। নতুন শতাব্দিতে বর্তমান পরিষদ কর্তৃক কিছু ব্যতিক্রমী কর্মকান্ড গৃহীত হয় যা শহরের যানজট নিরসন, মশক নিধন ইত্যাদি ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে সমর্থ হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS