Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

টাঙ্গাইল সদর উপজেলার সরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান ও বেসরকারী ক্লিনিক

 

জেনারেল হাসপাতাল, টাংগাইল

(সেকেন্ডারী লেভেল স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান)

ময়মনসিংহ রোড, টাংগাইল

ফোন:-০৯২১-৫৩০৮০ (ইমার্জেন্সী)

০৯২১-৫৩০২৭ (তত্ত্বাবধায়ক)

ডা: মো: আব্দুল হামিদ, আরএমও

ফোনঃ ০৯২১-৫৩৪৩৮ (অ:)

মোবাইল: ০১৭১১৫৭৩৭৪০

জরুরী স্বাস্থ্য সেবা-মোবাইল-০১৭৩০৩২৪৭৯২

ইমেইল:tangail@hospi.dghs.gov.bd

প্রতিষ্ঠান প্রধান: তত্ত্বাবধায়ক (পদ শূন্য)

অতিরিক্ত দায়িত্ব হিসেবে

সিভিল সার্জন, টাংগাইল তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন

করছেন।

ইহা একটি সেকেন্ডারী লেভেল হাসপাতাল । এই হাসপাতালটি টাংগাইল জেলা সদরেঅবস্থিত । সম্পূর্ন হাসপাতালে ৫টি বিভাগ রয়েছে যথা- বহির্বিভাগ, অমত্ম:বিভাগ, জরুরী বিভাগ, পরীক্ষা নিরীক্ষা বিভাগ এবং রক্ত পরিসঞ্চালনবিভাগ। অমত্ম: বিভাগে ৯টি ওয়ার্ড রয়েছে । ২৫০ শয্যার বিভাজন নিম্নরূপ:মেডিসিন এর জন্য ৬১টি , সার্জারীর জন্য ৬০টি , গাইনীর জন্য ৪৮টি, শিশুদেরজন্য ৩৩টি, অর্থোপেডিক্স এর জন্য ১৬টি ডায়রিয়ার জন্য ১৬টি। এছাড়াও ১৬টিক্যাবিন সকল বিভাগের রোগীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সবগুলো বেডের মধ্যে১৭৫টি নন-পেয়িং, এব পেয়িং ১৬টি ক্যাবিন ও ৫৯টি পেয়িং বেড রয়েছে। এখানে২০টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদ সহ সর্বমোট ৪৯ জন চিকিৎসকের মঞ্জুরীকৃত পদরয়েছে । তন্মধ্যে মাত্র ২৪জন বিভিন্ন পর্যায়ের চিকিৎসক কর্মরত আছেন। বাকী২৫টি পদ শূন্য। এই প্রতিষ্ঠানে উপজেলা হাসপাতাল ও তদনিম্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠান হতে রেফার্ড রোগীসহ সরাসরি রোগীদেরকে উন্নত্তর চিকিৎসা প্রদানকরা হয়ে থাকে। বহির্বিভাগে সাপ্তাহিক ও বিশেষ ছুটির দিন ব্যাতিরেকে দৈনিকপ্রায় ৭০০-৮০০ জন রোগীকে চিকিৎসা দেয়া হয় । জরুরী বিভাগ, রক্ত পরিসঞ্চালনবিভাগ এবং অমত্ম: বিভাগ সার্বক্ষনিক খোলা থাকে। সরকার কর্তৃক নির্ধারিত ফিপ্রদান সাপেক্ষে এখানে নিম্নোক্ত পরীক্ষাদি করানোর ব্যবস্থা রয়েছে-এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, রক্ত, মল মূত্র ইত্যাদি ।

অপারেশনঃ-৩টি অপারেশন থিয়েটারে প্রতিদিন গড়ে ১১টি করে মেজর অপারেশন এবং২৫টি করে মাইনর অপারেশন সম্পন্ন হচ্ছে । এখানে অপেক্ষাকৃত জটিল অপারেশনছাড়া অন্যান্য সকল প্রায় সকল ধরনের অপারেশনের ব্যবস্থা রয়েছে । অপেক্ষাকৃতজটিল রোগীর অপারেশনের জন্য টারসিয়ারী লেভেল হাসপাতালে রেফার্ড করা হয় ।

সংশ্লিষ্ট নস্বরে ফোন এবং ইমেইল-এর মাধ্যমে পূর্নাংগ তথ্য জেনে নেয়াযেতে পারে ।

যে কোন জরুরী স্বাস্থ্য সমস্যা হলে উল্লেখিত মোবাইল নম্বরে ফোন করেজরুরী স্বাস্থ্য সেবা নিতে পারবে এই হাসপাতালে যেসকল সুবিধাদি রয়েছে সেগুলোহচ্ছে- এ্যাম্বুলেন্স,আল্ট্রাসনোগ্রাম,ইসিজি, এক্স-রে,ল্যাপারোস্কোপি, ইনফিউশন পাম্প, পোর্টাবল ডিজিটাল কার্ডিয়াক মনিটর, কলপসকপি সেট(ভায়া টেস্টএর জন্য) এনালাইজার পালস অক্সিমিটার ইত্যাদি। টিকেট, ক্যাবিন, পেয়িংবেড,এ্যাম্বুলেন্স এবং বিভিন্ন পরীক্ষ-নিরীক্ষার মাধ্যমে এখানে বছরে প্রায়৭০ লক্ষ টাকার রেভিনিউ আদায় করা সম্ভব হচ্ছে ।

০২সদর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স

সরকারী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান

অবস্থান: টাংগাইল উপজেলা সদর ,আকুর-টাকুর পাড়ায়

অবস্থিত।

প্রতিষ্ঠান প্রধানঃ ডা: মো: আব্দুল বাছিত

উপজেলা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা

মোবাইল:-০১৭১১৫৮২৯২৪

ফোন:০৯২১-৫৩৫০০

ইমেইল:tangailsadar@uhfpo.dghs.gov.bd

এই প্রতিষ্ঠানটি টাংগাইল জেলা সদরে অবস্থিত। শুধুমাত্র মাঠ পর্যায়েপ্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা কার্যক্রমের প্রশাসনিক ও সুপারভিশন কার্যক্রমসম্পন্ন হয়ে থাকে । সদর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিজস্ব কোন অফিস ভবননাই। স্কুল হেলথ ক্লিনিক আংগিনায় প্রশাসনিক কার্যক্রম চলছে ।

সংশ্লিষ্ট নস্বরে ফোন এবং ইমেইল-এর মাধ্যমে পূর্নাংগ তথ্য জেনে নেয়াযেতে পারে ।

০৩বক্ষব্যাধি ক্লিনিক, টাংগাইল

সরকারী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান

অবস্থান: জেলা সদর থেকে প্রায় ৮কি.মি.

দক্ষিণ-পশ্চিমে সমেত্মাষে অবস্থিত।

এখানে শুধুমাত্র আউটডোরের মাধ্যমে বক্ষব্যাধি

রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয় ।

প্রতিষ্ঠান প্রধানঃ ডা: রতন চন্দ্র সাহা,

জুনিয়র কনসারটেন্ট, বক্ষব্যাধি ।

মোবাইল:০১৭১১৬৬৯৮০৩

ফোন:০৯২১-৫৩৬৮৮

ইমেইল: নাই

এখানে জুনিয়র কনসালটেন্ট বক্ষব্যাধি এর ১টি এবং ১টি মেডিকেল অফিসারেরমঞাজুরীকৃত পদ আছে এবং তারা কর্মরত রয়েছেন। এখানে দৈনিক প্রায় ৫০-৬০ জনরোগীর চিকিৎসা হচ্ছে। এখানে প্যাথলজি এবং এক্স-রে সুবিধা রয়েছে ।অমত্মঃবিভাগ নাই। রোগী পরিবহনের জন্য কোন এ্যাম্বুলেন্স নাই।

সংশ্লিষ্ট নস্বরে ফোন এর মাধ্যমে পূর্নাংগ তথ্য জেনে নেয়া যেতে পারে ।

০৪স্কুল হেলথ ক্লিনিক, টাংগাইল

সরকারী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান।

অবস্থান: জেলা সদরের আকুরটাকুর পাড়ায় অবস্থিত।

প্রতিষ্ঠান প্রধান: ডা: তারিক মো: সফি

মেডিকেল অফিসার ।

মোবাইল: ০১৭১১৯৫৯৬১৯

শুধুমাত্র আউডোরের মাধ্যমে স্কুলের ছাত্র-ছাত্রীদের

চিকিৎসা সেবা দেয়া হয় ।

এখানে মেডিকেল অফিসারের ২টি পদ রয়েছে। উক্ত ২টি পদে ২জন মেডিকেল অফিসারকর্মরত আছেন । ছাত্র-ছাত্রীদের আউটডোর সেবা ছাড়াও জেলা সদরের বিভিন্নস্কুলের বিভিন্ন অনুষ্ঠানে জরুরী স্বাস্থ্য সেবা এবং অগ্রিম সুচীর মাধ্যমেছাত্র-ছাত্রীদেরকে স্বাস্থ্য শিক্ষা দেয়া হয়। এখানে কোন ফোন বা রোগীপরিবহনের জন্য কোন এম্বুলেন্স এর ব্যবস্থা নেই।

 

 

 

টাঙ্গাঈল উপজেলার বেসরকারী ক্লিনিক সমূহ

 

বেসরকারী ক্লিনিক

 

ক্র/নং

ক্লিনিকের নাম

যোগাযোগ

ফোন/মোবাইল

০১

ডায়াবেটিক হাসপাতাল

সিনিয়র মেডিক্যাল অফিসার

০৯২১৬২৩৫০

০২

সোনিয়া নার্সিং হোম

জনাব আবুল কাসেম রিজভী

০১৭১৬৪৪৩৫৯২

০৩

সেবা ক্লিনিক

জনাব লায়ন এম শিবলী সাদিক

০৯২১৫৪৬৯৬,০১৭১৩০২০৮০২

০৪

আমিনা ক্লিনিক

জনাব এস. এম. জগলুল হায়দার সোহেল

০১৭১৩৫৩৯৪৩৪

০৫

মেডিকো হসপিটাল

জনাব আ.ন.ম. বজলুর রহীম রিপন

০৯২১-৬১৮৩৩, ০১৭১২৭০১৫৭০

০৬

মুক্তা স্পেশলাইজড

জনাব আহসান হাবিব মাসুদ

০১৭২০৫৩৯৯৬৬

০৭

রাজধানী নার্সিং হোম

জনাব তানভীর আহমেদ সমী

০৯২১৫৩১৫০, ০১৭১১১৫৫৬৪৪

০৮

ডক্টরস ক্লিনিক প্রা: লি:

জনাব কাজী বাহালুল হক নিপু

০৯২১৬৫১৫০, ০১৭১২৯৮০৪২২

০৯

ফেয়ার ক্লিনিক এন্ড নার্সিং হোম

জনাব বি এইচ রানা সিদ্দিকী

০১৭১৬১০৮৮৪২

১০

আয়শা খানম মেমোরিয়াল হাসপাতাল

জনাব মো: আবুল কালাম

০৯২১৬৪৭৯৭, ০১৭১৩৫৮৬৬৭৪

১১

শামছুল হক মেমোরিয়াল হাসপাতাল

জনাব ডা: সাইফুল ইসলাম স্বপন

০১৮১৯১৩২৬৪৩

১২

মেহেরুন্নেসা ডায়াগনষ্টিক  (ল্যাব)

জনাব শেখ মতিয়ার রহমান

০১৭১২২৮৬৬৩০

১৩

খান ডায়াগনষ্টিক সেন্টার

জনাব আলী আজম  খান (জিন্নাহ)

০১৭১২৫৭৮১০২

১৪

আল-মদিনা ক্লিনিক

জনাব মো: জুলহাস উদ্দিন

০১৭১১৮০৩৬২

১৫

মেডিকো ডায়াগনষ্টিক সেন্টার

জনাব জনাব মো: ফিরোজ আহমেদ

০১৭২০২৫২৯৮৭

১৬

বিকল্প ক্লিনিক

জনাব মো: মোশাররফ হোসেন

০১৭১৬২১৯৮৫১

১৭

এশিয়া ক্লিনিক

জনাব শহিদুজ্জামান শিকদার

০১৯২২৬০১৬৯২

১৮

মেডিকেয়ার ক্লিনিক

জনাব মো: রবিউল ইসলাম

০১৭১৫৩৭৪৩১২

১৯

নিউ জনতা নার্সিং হোম

জনাব মো: মাসুদ রানা

০১৮১৯১৭৯১৯৮

২০

জননী ক্লিনিক

জনাব তোফাজ্জল হোসেন লিটন

০১৭২১২৬৫৫৭৬

২১

ঢাকা ক্লিনিক

ম্যানেজার

০১৭১১৪৭৭৬০৯৫

২২

আফিয়া আই সেন্টার

ম্যানেজার

০৯২১৬৪৩২৩, ০১৮২০৫৫৭৭৫৯

২৩

ফাতেমা ক্লিনিক

ম্যানেজার

০১৭২৯১১৮৬৬৫

২৪

মুক্তা ক্লিনিক

ম্যানেজার

০১৭১১৫৭৬১২১

২৫

আয়শা খানম মেমোরিয়াল হাসপাতাল

ম্যানেজার

০১৭১১১৬৩৬২৫